শিরোনাম:
গাজীপুরে আগুন পুড়ে এক শিশুর মৃত্যু
- Update Time : ১২:২৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
জেলা প্রতিবেদক : গাজীপুরের কালিয়াকৈরে একটি কলোনিতে আগুন লেগে পুড়ে গেছে ১৮ টি বসতঘর। এ সময় ঘরে থাকা এক বছরের এক শিশু পুড়ে মারা গেছে। নিহত ইসমাইলের বাবা বাদল মিয়া রিকশাচালক। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়।
কালিয়াকৈর থানা পুলিশ জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার রেজাউল করিমের টিনসেড কলোনিতে আগুন লাগে। ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ততক্ষণে
পুড়ে গেছে কলোনির আঠারোটি ঘর। একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় থাকা শিশুটির পুড়ে অঙ্গার হয়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা বলছেন, এর আগে গতমাসে ওই এলাকার একটি কলোনিতে আগুনে পুড়ে মারা গেছে চারজন। শ্রমিক অধ্যুষিত এলাকায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দাবি রয়েছে তাদের।
এসএস//