যুদ্ধাপরাধ মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
- Update Time : ০৩:৫৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধের অভিযোগে জাতীয় পার্টির সাবেক এমপি এম এ হান্নানসহ আট আসামির বিরুদ্ধে আনা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটির বিচার চলছে। ট্রাইব্যুনালে এসে আজ মঙ্গলবার সকালে সাক্ষ্য দেন প্রতিমন্ত্রী কে এম খালিদ।
ট্রাইব্যুনালে সংস্কৃতি প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় ময়মনসিংহে সংঘটিত অত্যাচার-নির্যাতনের ঘটনার সাক্ষ্য দেন।
এ সময় প্রসিকিউশন পক্ষে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ শিমন। আর আসামিপক্ষে ছিলেন আবদুস সোবহান তরফদার।
ময়মনসিংহের ত্রিশালের শহীদ মুক্তিযোদ্ধা আবদুর রহমানের স্ত্রী রহিমা খাতুন ২০১৫ সালের ১৯ মে মুক্তিযুদ্ধকালীন নবতাবিরোধী অপরাধের অভিযোগের একটি মামলা করেন। সে মামলায় মুক্তিযুদ্ধকালীল ময়মনসিংহে শান্তি কমিটির সাধারণ সম্পাদক এম এ হান্নান আটজনকে আসামি করা হয়।
আসামিদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালীন হত্যা, আটক, নির্যাতন, অগ্নিসংযোগ, লুটপাট, অপহরণ ও লাশ গুমের অভিযোগ আনা হয়। এই মামলার আট আসামির মধ্যে এম এ হান্নান, ডা. রফিক সাজ্জাদ, ডা. খন্দকার গোলাম সাব্বির আহমদ, মিজানুর রহমান মিন্টু ও হরমুজ আলী গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আরেক আসামি আবদুস সাত্তার আত্মসমর্পণ করেন।
এছাড়া এই মামলায় পলাতক রয়েছেন ফখরুজ্জামান ও খন্দকার গোলাম রব্বানী।
ডিএ/ এসএস//