রিকশাচালক হত্যায় ৩ আসামির মৃত্যুদণ্ড
- Update Time : ০১:৫৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ফেনীর ফুলগাজী উপজেলায় অটোরিকশাচালক মুলকত আহমেদ কালা মিয়াকে হত্যার দায়ে তিন আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
এছাড়া প্রত্যেক আসামিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন আদালত। এ মামলায় ১৬ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা সবাই আদালতে উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- আবদুর রহমান মানিক, মো. রাকিব ও বাবুল। আসামিদের সবার বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসমির নাম সুমন চন্দ্র রায়। তার বাড়িও একই এলাকায়।
জেলা আদালতে পিপি এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, ফেনীর ফুলগাজী উপজেলায় ২০১০ সালে ১৮ নভেম্বর মুলকত আহমেদ কালা মিয়ার অটোরিকশাটি মুন্সিরহাট যাওয়ার কথা বলে আসামিরা ভাড়া করে।
পরে উপজেলার দরবারপুর ইউনিয়নের টুকুমিয়া ব্রিজের পশ্চিম পাশে নিয়ে তাকে কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর তার অটোরিকশাটি নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের ভাই ফখরুল আহমেদ মজুমদার পর দিন ১৯ নভেম্বর বাদী হয়ে ফুলগাজী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ শুনানি শেষে আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।
এসএস//