খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের বিক্ষোভ
- Update Time : ০৬:০০:৫৮ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েসী রায়ের প্রতিবাদে কালো দিবস পালন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সুপ্রিমকোর্টের জাতীয়তাবাদী আইনজীবীদের আয়োজনে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রীম কোর্ট ইউনিটের উদ্দ্যেগে আয়োজিত সুপ্রিম কোর্ট এলাকায় বিএনপির আইনজীবীদের বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করেছেন তারা। এ সময় বক্তরা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি তোলেন।
সমাবেশে জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের সুপ্রীম কোর্ট ইউনিটের সভাপতি ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সহ-সভাপতি এজে ভুইয়ার সভাপতিত্বে এবং সুপ্রীম কোর্ট ইউনিটের সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, এ ছাড়াও সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, আবেদ রাজা, মোহাম্মদ আলী, ব্যারিস্টার রাগিফ রউফ চৌধুরী, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান, মীর হেলাল, মনিরুজ্জামান আসাদ ও অ্যাডভোকেট কাজী তৌহিদুল ইসলাম প্রমুখ।
এছাড়াও এদিকে, বিএনপি পন্থী আইনজীবীদের অপর একটি গ্রুপ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের ব্যানারে একেএম রফিকুল হক তালুকদার রাজার নেতৃত্বে সুপ্রিমকোর্ট চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। সেখানেও তারা খালেদা জিয়ার মুক্তির দবি তোলেন।
এফএইচ/