বার কাউন্সিলের বাতিল হওয়া লিখিত পরীক্ষা ২৭ ফেব্রুয়ারি
- Update Time : ১০:২৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী সনদের বাতিল হওয়া ৫ টি কেন্দ্রের লিখিত পরীক্ষা নেয়া হবে ২৭ ফেব্রুয়ারি।
আইনজীবী সনদের লিখিত পরীক্ষার গত ১৯ ডিসেম্বর বাতিলকৃত কেন্দ্র সমূহের পুনরায় পরীক্ষা নেয়ার ২৪ ডিসেম্বরে সিদ্ধান্তের ধারাবাহিকতায় আজ এ কথা বলা হয়।
২৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ রোববার ৭ ফেব্রুয়ারি বার কাউন্সিলের সচিব ( সিনিয়র জেলা ও দায়রা জজ) মো: রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখের বিষয়টি জানানো হয়।
বাতিল হওয়া মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, মোহাম্মদপুর মহিলা কলেজ, বিসিএসআইআর উচ্চ বিদ্যালয়, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা মহানগর মহিলা কলেজের বাতিল হওয়া পরীক্ষাগুলো আগামী ২৭ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে বেলা ২ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীগণকে স্ব স্ব এডমিট কার্ড দিয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। নতুন কোন এডমিট কার্ড ইস্যু করা হবে না এবং কোন প্রকার নতুন ফি জমা দিতে হবে না।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েব সাইট থেকে বিস্তারিত জানা যাবে।
এসএস//