কুয়াকাটার তরমুজের বাম্পার ফলনের আশা
- Update Time : ০৫:৫৭:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : কুয়াকাটাসহ উপকূলীয় এলাকার কৃষকরা অর্থনৈতিকভাবে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে তরমুজ চাষে ব্যস্ত সময় পার করছে। বাম্পার ফলনের জন্য তরমুজক্ষেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে স্থানীয় কৃষকরা। কেউ পানি সেচ দিচ্ছে কেউবা আবার নিড়ানি দিয়ে তরমুজ গাছের গোড়া ঠিক করে দিচ্ছে। কেউ কেউ আবার প্রতিরোধের জন্য ছত্রাকনাশক, ভিটামিন, সারসহ নানা ধরণের অনুখাদ্য ক্ষেতে প্রয়োগ করছেন।
গ্রীষ্মকালীন ফলের মধ্যে তরমুজ একটি জনপ্রিয় ফল। গরমে তরমুজ শুধুমাত্র মনে প্রশান্তিই এনে দেয় না বরং এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়ামসহ নানা ভেষজগুন। তরমুজ চাষের প্রকৃত সময় হচ্ছে মাঘ-ফাল্গুন। এ বছর তরমুজ চাষে বাম্পার ফলন হবে এবং বেশি দামে বিক্রি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এমনটাই আশা করছেন স্থানীয় কৃষকরা।
কলাপাড়া উপজেলা কৃষি অফিসার বলেন, ‘কলাপাড়া উপজেলায় এবার তরমুজ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন হাজার হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রা পূরণের জন্য কৃষকরা সুগারবেবি, আসাহি ইয়ামাতো, আধারী, পূষা বেদানা ও হাইব্রিড জাতের মধ্যে সুগার এম্পায়ার, অমৃত, মিলন মধূ, সুগার বেলেসহ বিভিন্ন জাতের তরমুজ চাষ করছেন।’
এসএস//