কুমিল্লায় মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
- Update Time : ০৬:৩১:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
মোঃ জহিরুল হক বাবু: কৃষক পর্যায়ে উন্নতমানের ডাল, তেল, ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় ২০২০-২১ অর্থ বছরে স্থাপিত সরিষা প্রদর্শনীর মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার বিকেলে জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ইলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শহীদুল হক। আদর্শ সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মুহাম্মদ মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ এহতেসাম রাসলে হায়দার, আমড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা এএইও মোঃ আলমগীর হোসেন, আমড়াতলী ব্লক এসএএও পিন্টু সরকার, রসুলপুর ব্লক এসএএও মোঃ শরিফুল ইসলাম, রতœবতী ব্লক এসএএও ফখরুল আলম। মাঠ দিবসে প্রায় শতাধিক কৃষক-কৃষানী অংশ গ্রহন করেন।
এসএস//