শিরোনাম:
‘দুনিয়ার সুন্দরতম আওয়াজ আজান’
- Update Time : ০৬:১৫:২২ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : খ্যাতিমান হলিউড অভিনেতা মর্গান ফ্রিম্যান বলেছেন, নামাজের জন্য মুসলমানদের আহ্বান তথা আজান দুনিয়ার সবচেয়ে সুন্দরতম আওয়াজ।
ন্যাশনাল জিওগ্রাফিক টিভি চ্যানেলে বিভিন্ন ধর্ম নিরীক্ষণভিত্তিক ‘দ্যা স্টোরি অব গড’ প্রামাণ্যচিত্রের এক পর্বে তিনি এ কথা বলেন। ২০১৬ সালের নভেম্বরে প্রচারিত ওই পর্বে মুসলিম এক আলেমের সাথে সাক্ষাতের সময় তিনি দাবি করেন, তার শোনা সবচেয়ে সুন্দর আওয়াজ হলো আজান।
চার বছর পার হলেও মর্গান ফ্রিম্যানের এই মন্তব্য এখনো মানুষকে আলোড়িত করছে। যার প্রমাণ পাওয়া যায় বিষয়টি নিয়ে বিভ্ন্নি দেশের গণমাধ্যমের নতুন করে সংবাদ প্রকাশ।
তিন সিজনের এই প্রামাণ্যচিত্রটি অনলাইন মাধ্যমসহ অন্য আরো প্লাটফর্মে সহজেই পাওয়া যাচ্ছে।
সূত্র : দ্যা ইসলামিক ইনফরমেশন