শিরোনাম:
সাংবাদিক-কবি আহমদ আখতারের দাফন সম্পন্ন
- Update Time : ০৩:১৯:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক: কবি ফররুখ আহমদের ছেলে বিশিষ্ট সাংবাদিক, দৈনিক নয়া দিগন্ত ও বাসসের সাবেক সিনিয়র সাব-এডিটর কবি আহমদ আখতারের দাফন সম্পন্ন হয়েছে।
রাজধানীর জুরাইন কবরস্থানে তার দাফন হয়। আজ বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবে তার জানাজা হয়। জানাজায় সাংবাদিক নেতৃবৃন্দ, তার সহকর্মী, নিকটজনেরা অংশ নেন। মরহুম কবি আহমদ আখতার গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। মরহুমের নামাজে জানাজা শনিবার বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও মেয়ে রেখে গেছেন।
আহমদ আখতার জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। তিনি একজন অমায়িক এবং মেধাবী মানুষ ছিলেন।
এসএস//