চট্টগ্রাম-দোহাজারী রুটে নতুন ডেমু ট্রেন উদ্বোধন
- Update Time : ০৫:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : শনিবার (৬ জানুয়ারি) দুপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটিয়া রেলস্টেশনে নতুন ডেমু ট্রেন চলাচল উদ্বোধন করেন।
এই সময় বোয়ালখালী সংসদীয় আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহাম্মেদসহ রেলওয়ে পূর্বাঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন জানান, চট্টগ্রাম-পটিয়া-দোহাজারী রেলপথে শনিবার থেকে নতুন ডেমু ট্রেন চলাচল শুরু হবে। এই ট্রেনটি প্রতিদিন চট্টগ্রাম স্টেশন থেকে ভোর সাড়ে ৫টায় পটিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পটিয়া পৌঁছাবে সকাল ৬টা ৪০ মিনিটে। এরপর সকাল সাড়ে ৭টায় পটিয়া ছেড়ে সকাল ৯টা ৫ মিনিটে চট্টগ্রাম স্টেশনে পৌঁছাবে। দ্বিতীয় ট্রিপে বিকেল ৫টায় চট্টগ্রাম থেকে দোহাজারীর উদ্দেশ্যে যাত্রা করবে ট্রেনটি। দোহাজারী পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায় এবং দোহাজারী থেকে ছেড়ে আসবে ৭টা ৪০ মিনিটে। চট্টগ্রাম পৌঁছাবে রাত ১০টা ৪০ মিনিটে।
রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, নতুন ডেমু ট্রেন চালু হলে দক্ষিণ চট্টগ্রামের বিপুল সংখ্যক জনগোষ্ঠী যানজট ও চলাচলের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন। চট্টগ্রাম দোহাজারীর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটেও ডেমু ট্রেন চলবে বিশ্ববিদ্যালয় খোলার পর।
এসএস//