শিরোনাম:
কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জন নিহত
- Update Time : ০১:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
জার্নাল ডেস্ক : বরিশালের গৌরনদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার ভোর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কের ইল্লা ও ভূরঘাটার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক আকতার হোসেন (৩০) ও মো. রাসেল (২২) এবং হেলপার মো. সোহেল (২২)।
গৌরনদী হাইওয়ে থানা পুলিশ জানান, একটি ট্রাক বিকল হয়ে যাওয়ায় সেটিকে অপর একটি ট্রাকের সঙ্গে বাঁশ দিয়ে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছিলো। পথে বাঁশটির বাঁধনে ত্রুটি দেখা দিলে ইল্লা ও ভূরঘাটার মাঝামাঝি স্থানে ট্রাক থামিয়ে সেটি ঠিক করছিলো চালক ও হেলপার। এসময় একটি কাভার্ডভ্যান পেছন থেকে এসে দুটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
যানবাহন তিনটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে, তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। মরদেহগুলো সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এসএস//