সারাদেশ ডেস্ক : আবহাওয়া অনুকূলে থাকায় হবিগঞ্জে এ বছর শিমের ব্যাপক ফলন হয়েছে। আশা করা হচ্ছে, ১৫ হাজার মেট্রিক টনেরও বেশি শিম উৎপাদন হবে। জেলার শিম এখন শুধু দেশের চাহিদা মেটানো নয়, বিদেশেও রপ্তানি হচ্ছে।
চলতি মৌসুমে বাহুবল, হবিগঞ্জ সদর, নবীগঞ্জ, মাধবপুর উপজেলাসহ জেলায় ১৩ হাজার ৮৬ হেক্টর জমিতে শিমের চাষ হয়েছে। শুরুতে চাষিরা প্রতিকেজি শিম ১৩০ থেকে ১৪০ টাকায় বিক্রি করেছেন। বর্তমানে পাইকারি বাজারে ১৮ থেকে ২০ টাকা দরে বিক্রি করছেন।
চাষিরা জানান, মে-জুন মাসে শিমের আগাম চাষ শুরু হয়। আগাম চাষ করা শিম বেশিদামে বিক্রি করা যায়। সাধারণত মৌসুমভিত্তিক আগস্ট-সেপ্টেম্বর মাসে শিমের আবাদ শুরু হয়। চাষের ৯০ দিনের মধ্যে ফলন আসে এবং মার্চ মাস পর্যন্ত শিম পাওয়া যায়।
হবিগঞ্জে আশ্বিনা, কাকিয়া, বোয়ালগাদা, বারি-১, বারি-২সহ কয়েকটি জাতের শিমের আবাদ হয়।
এসএস//
Leave a Reply