সাকিব যে কারণে মাঠে নামেননি আজ
- Update Time : ১১:৪৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
স্পোর্টস ডেস্ক : শুক্রবার দিনের প্রথম বলেই সফল তাইজুল ইসলাম। এনক্রুমাহ বোনারকে স্লিপে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান এ স্পিনার। মাঠজুড়ে তখন উল্লাস। তাইজুলকে অভিনন্দন জানাতে দৌড়ে এসেছেন সবাই। কিন্তু দেখা মেলেনি সাকিবের।
টিভি স্ক্রিনে সবার চোখ খুঁজে বেড়িয়েছে বাংলাদেশের পোস্টার বয়কে। সাকিবের বদলে সবাই খুঁজে পেয়েছেন ইয়াসির আলি রাব্বিকে! তা হলে সাকিব কোথায়?
মাঠে সাকিবকে না দেখে যে প্রশ্নগুলো টাইগার সমর্থকদের মধ্যে ঘুরপাক খাচ্ছে– ফের ইনজুরিতে পড়লেন সাকিব? তবে কী কুঁচকির সমস্যা বেড়েছে তার?
খেলা শুরুর আগে গা গরমের অনুশীলনেও তো দেখা মেলেনি সাকিবের। তবে কী আজ সাকিব বল করতে মাঠে নামবেন না? আগের দিন তো সাবলীলভাবে ব্যাট করেছেন সাকিব। ৬৮ রানের চমৎকার ইনিংস খেলেন।
সব প্রশ্নের সমাধান দিতে পারেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। যদিও তৃতীয় দিনে মাঠে সাকিবের অনুপস্থিতির বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি তারা।
তবে টিম ম্যানেজমেন্টের বিবৃতির আশায় বসে নেই ক্রীড়া সাংবাদিকরা।
তারা খোঁজ নিয়ে জেনেছেন, সাকিবের কুঁচকির চোট নিয়েই যত সমস্যা। আজ দলের সঙ্গে স্টেডিয়ামে এসেছেন সাকিব। কিন্তু বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না নির্বাচকরা। তাকে বিশ্রামে রাখা হয়েছে। মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। যে কারণে আজ ফিল্ডিংয়ে নামানো হয়নি। তার বদলি হিসেবে রাব্বী ফিল্ডিং করছেন। তাই আজ বোলিং করবেন না সাকিব।
এ বিষয়ে বাংলাদেশ দলের ফিজিও দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, সাকিবের কুঁচকির চোটের বিষয়ে জানতে স্ক্যান করা হতে পারে। আজই এমআরআই স্ক্যান করানো হবে সাকিবের। এর পরই তার মাঠে নামার সিদ্ধান্ত জানানো হবে।
এসএস//