শিরোনাম:
চা বিরতিতে বাংলাদেশ
- Update Time : ০২:২৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
খেলা ডেস্ক : ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি ও জার্মেইন ব্ল্যাকউডের সঙ্গে ষষ্ঠ উইকেটে শতরানের জুটি গড়ার পথে ছিলেন জশুয়া ডা সিলভা। কিন্তু কোনোটাই হলো না। ক্রিজে শক্ত প্রতিরোধ গড়া ৯৯ রানের এই জুটি ভেঙে দিলেন নাঈম হাসান। ১৪১ বলে ৩ চার ও ১ ছয়ে ৪২ রান করে লিটন দাসের গ্লাভসবন্দি হন ডা সিলভা।
স্কোর: প্রথম ইনিংস; বাংলাদেশ- ৪৩০, ওয়েস্ট ইন্ডিজ- ৯৩.১ ওভারে ২৫৩/৭ (রাকিম কর্নওয়াল ০*)
এই জুটি যেন প্রাণ ছিল ব্ল্যাকউডের কাছে। তাই তো ডা সিলভার বিদায়ের তিন বল পর তিনিও উইকেট হারান একইভাবে। এই ব্যাটসম্যানের উইকেটটি অবশ্য পান মেহেদী হাসান মিরাজ। ১৪৬ বলে ৯ চারে ৬৮ রান করে লিটনের ক্যাচ হন ব্ল্যাকউড। তার বিদায়ে শেষ হয় দ্বিতীয় সেশন। ৫ বলে ২ উইকেট নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ, শেষ সেশনের আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ২৫৩ রান।
এসএস//
Tag :