মেঘনা নদীতে সরকারি চাল নিয়ে ডুবে গেল ট্রলার
- Update Time : ০৪:৫৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
জেলা প্রতিবেদক : নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে সরকারি ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই আকরাম হোসেন জানান, হাতিয়া উপজেলার চৌমুহনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য চেয়ারম্যান ঘাট থেকে মালবাহী এমভি আল্লাহর দান নামে একটি ট্রলার ১৫৯ টন চাল ও ৫০টি গ্যাস সিলিন্ডার নিয়ে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে কেরিংচর সংলগ্ন মেঘনা নদীতে নিয়ে ডুবে যায়। এ সময় জেলেদের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত ট্রলারের কবির মাঝিসহ সবাইকে জীবিত উদ্ধার করা হয়।
হাতিয়া থানা পুলিশ জানান, হাতিয়ার চৌমুনী খাদ্যগুদামে সরবরাহ করার জন্য সরকারি চাল সরবারহকারী ঠিকাদার সোনাপুরের তাজু কমিশনার চালগুলো ট্রলারে দিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
এসএস//