সারাদেশ ডেস্ক : কোভ্যাক্স থেকে আগামী জুন মাসের মধ্যে ১ কোটি ২৭ লাখ করোনাভাইরাসের টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। এইসব টিকা ভারতের সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেতৃত্বাধীন এই প্ল্যাটফর্ম।
বিশ্বব্যাপী কোভ্যাক্সের টিকা বন্টনের তালিকা প্রকাশের মাধ্যমে গতকাল ৩ ফেব্রুয়ারি, বুধবার এ তথ্য নিশ্চিত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
ডব্লিউএইচওসহ গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্মের নাম কোভ্যাক্স।
এদের কাছে এর আগে বাংলাদেশ ফাইজার উৎপাদিত করোনার টিকা নেয়ার আগ্রহ প্রকাশ করেছিল। বেঁধে দেয়া ১৮ জানুয়ারির মধ্যে তা নিশ্চিতও করা হয়। তবে গতকাল কোভ্যাক্সের প্রকাশিত তালিকায় বাংলাদেশ অক্সফোর্ডের ভ্যাকসিন পাবে বলে জানানো হয়।
করোনাভাইরাস প্রতিরোধে যেসব টিকা ইতোমধ্যে তৈরি হয়েছে এসবের মধ্যে এই টিকাটিই তুলনামূলকভাবে বাংলাদেশে সংরক্ষণ করা সহজ। যদিও এখনো অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই টিকাটির অনুমোদন দেয়নি ডব্লিউএইচও, তবে টিকাটি তাদের মূল্যায়নের প্রক্রিয়ায় রয়েছে।
এসএস//
Leave a Reply