অর্থ আত্মসাৎ মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে সাঈদীর আবেদনের শুনানি শুরু
- Update Time : ০৪:২৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) যাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে দেলাওয়ার হোসাইন সাঈদীর আনা আবেদনের শুনানি শুরু হয়েছে।
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ শুনানি নিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন।
গত ১ ফেব্রুয়ারি এ আবেদন করেন সাঈদী। বিচারিক আদালতে অভিযোগ গঠন আদেশ বাতিল ও অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদনটি করা হয়।
রাষ্ট্রপক্ষে ছিলেন এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
সাঈদীর পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।
এর আগে গত ১১ জানুয়ারি পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-১ অভিযোগ গঠনের মাধ্যমে মামলাটির বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।
মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীসহ মোট ছয়জন আসামি। অপর পাঁচ আসামি হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।
আসামিদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারে আছেন। আবুল কালাম আজাদ ও আব্দুল হক পলাতক। অপর তিন আসামি জামিনে রয়েছেন। এ মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছিল। তবে বিএনপি-জামায়াত জোট আমলের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।
ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে সংস্থাটির সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরে বাংলা নগর থানায় এ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে দুদক এর সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী ২০১২ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ মামলায়
আমৃত্যু কারাদণ্ডের সাজা ভোগ করছেন। এ মামলায় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ তাকে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তাকে মৃত্যুদন্ড দিয়ে রায় দেন। আপিলে তার আমৃত্যু কারাদণ্ডের রায় দেয়া হয়।
ডিএ/এসএস//