দিন শেষ করলেন সাকিব-লিটন
- Update Time : ০৫:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
খেলা ডেস্ক : শেষ বিকালে কোনো বিপদ ঘটতে দেননি সাকিব-লিটন। বুধবার তাদের অবিচ্ছন্ন ৪৭ রানের জুটিতে দিনের খেলা শেষ করে বাংলাদেশ। ম্যাচের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২৪২/৫। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে চট্টগ্রামে দলীয় ১৩৪ রানে উইকেট হারান প্রথম দিনের একমাত্র হাফসেঞ্চুরিয়ান সাদমান ইসলাম। পরে ক্রিজে থিতু হয়ে উইকেট খোয়ান মুশফিকুর রহীম। জহুর আহমেদ স্টেডিয়ামে দলীয় ১৯৩ রানে ক্যারিবীয় স্পিনার ওয়ারিকানের বলে রাকিম কর্নওয়ালের হাতে ক্যাচ দেন মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান। পঞ্চম উইকেটে সাকিব আল হাসানের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন মুশফিক। সাজঘরে ফেরার আগে ৬৯ বলে ৩৮ রান করেন তিনি।
মুশফিক হাঁকান ৬টি চার। পরে ব্যাট হাতে দৃঢ়তা দেখান লিটন কুমার দাস। ব্যাট হাতে একপ্রান্ত আগলে রাখা সাকিব আল হাসানের সঙ্গে অবিচ্ছিন্ন ৪৯ রানের জুটিতে দিনের খেলা শেষ করেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। দিনশেষে ৫৮ বলের ইনিংসে ৩৪ রানে অপরাজিত থাকেন লিটন। ৯২ বলে ৩৯ রান করেন সাবিক। ওয়েস্ট ইন্ডিজের বল হাতে ২৪ ওভারের স্পেলে ৫৮ রানে তিন উইকেট নেন জোমেল ওয়ারিকান।
এসএস//