লিফট ছিঁড়ে দুই শ্রমিকের মৃত্যু

- Update Time : ০৬:৫৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৩ Time View
জেলা প্রতিবেদক : বগুড়ার শাজাহানপুরে লিফট ছিঁড়ে মাটিতে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সাজাপুরে তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পঞ্চগড় সদর উপজেলার নারায়ণ চন্দ্র (২৫) ও রশিদুল ইসলাম (২০)।
তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজের ফ্লোর ইনচার্জ জানান, বুধবার দুপুরের দিকে নারায়ণ ও রশিদুল লিফটে করে মুরগীর খাবার নিয়ে সাত তলার পোল্ট্রি ফার্মে যাচ্ছিলেন। ছয় তলায় পৌঁছার পর লিফটের ক্যাবল ছিঁড়ে গেলে তারা মাটিতে পড়ে যান। আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শ্রমিককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
শাজাহানপুর থানা পুলিশ জানান, ময়নাতদন্তের জন্য ওই দুই শ্রমিকের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অবশ্য ওই ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
এসএস//