সারাদেশ ডেস্ক : বগুড়ায় মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ জনে। এ ঘটনায় চারজন হোমিওপ্যাথি ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট অনুসারে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া নতুন আটজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। বাকি মৃতদের বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।
বুধবার বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বগুড়া সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ ঘটনায় পৃথক হোমিওপ্যাথি ল্যাবরেটরির মালিক ও কর্মচারীরসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন বগুড়া শহরের ফুলবাড়ি মদ্যপাড়ার পারুল হোমিও ল্যাবরেটরিজের মালিক নুরুন্নবী ওরফে নুর নবী (৫৮), শহরের গালাপট্টির মুন হোমিও হলের মালিক ও সদরের ছোট কুমিড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৫৫), গালাপট্টি এলাকার হাসান হোমিও হলের কর্মচারী সদরের অকাশতারা গ্রামের আবু জুয়েল (৩৫), করতোয়া হোমিও হলের মালিক সদরের নাটাইপাড়ার শাহিদুল আলম সবুর (৫৫)।
এ ব্যাপারে পুলিশ সুপার জানান, মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হোমিওপ্যাথিক ওষুধের দোকানে মিথানল ও রেক্টিফাইড স্পিরিট মিশিয়ে অবৈধভাবে অ্যালকাহোল সরবরাহ করতেন। এ ঘটনায় মৃত রঞ্জু মিয়ার ভাই মনোয়ার হোসেন সদর থানায় মামলা দায়ের করেন।
এসএস//
Leave a Reply