তামিম-শান্তর বিদায় প্রথম সেশনে
- Update Time : ১২:১৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : প্রথম দিন প্রথম সেশনে বাংলাদেশের দুই অঙ্ক ছোঁয়ার আগেই আউট তামিম ইকবাল। দারুণ খেলতে থাকা নাজমুল হোসেন শান্তর বিদায় রান আউটে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন লাঞ্চ বিরতিতে বাংলাদেশের রান ২ উইকেটে ৬৯।
টেস্ট একাদশে ফেরা সাদমান ইসলাম অপরাজিত ৩৩ রানে। অধিনায়ক মুমিনুল হক ২ দফায় অল্পের জন্য বেঁচে গিয়ে টিকে আছেন ২ রান নিয়ে।
বাংলাদেশ ব্যাটিংয়ে নামে টস জিতে। লাঞ্চের আগে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হয়েছে যথেষ্টই। বল ব্যাটে-এসেছে, বাউন্স ছিল সমান।
বাংলাদেশের শুরুটায়ও ছিল ভালো কিছুর ইঙ্গিত। প্রথম বলেই কেমার রোচের ফুল লেংথ ডেলিভারিতে সাদমানের বাউন্ডারিতে শুরু হয় ম্যাচ। প্রথম চার ওভারেই দুই ওপেনারের ব্যাট থেকে আসে দুটি করে বাউন্ডারি।
বাংলাদেশ একাদশ সাজিয়েছে এক পেসার ও চার স্পিনার নিয়ে। ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণে দুই ফাস্ট বোলারের সঙ্গে আছেন দুই স্পিনার, সঙ্গে আছেন অভিষিক্ত পেস বোলিং অলরাউন্ডার কাইল মেয়ার্স। মেয়ার্সের সঙ্গে এ দিন টেস্ট ক্যাপ পেয়েছেন শেন মোজলি ও এনক্রুমা বনার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ২৯ ওভারে ৬৯/২ (সাদমান ৩৩*, তামিম ৯, শান্ত ২৫, মুমিনুল ২*; রোচ ৬-২-১৫-১, গ্যাব্রিয়েল ৭-৩-২০-০, কর্নওয়াল ১০-১-২৫-০, মেয়ার্স ৫-১-৭-০,
এসএস//