শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষকদের জানুয়ারি মাসের বেতন ছাড়
- Update Time : ১২:৩৪:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জানুয়ারি ২০২১ মাসের এমপিওর চেক ছাড় হয়েছে।
আজ বুধবার ৩ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল-কলেজ) শিক্ষক-কর্মচারীদের ২০২১ সালের জানুয়ারি মাসের বেতন-ভাতার সরকারি অংশের আটটি চেক অগ্রণী ও রুপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করেছে।
বেতন-ভাতা তোলার শেষ দিন ১০ ফেব্রুয়ারি। প্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট (emis.gov.bd) থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।
এসএস//