অপূর্ব ও মেহজাবিনের ‘আয় ফিরে আয়’
- Update Time : ০৩:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ০ Time View
বিনোদন ডেস্ক : আগামী ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নির্মাতা এস আর মজুমদার নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘আয় ফিরে আয়’। নাটকটির কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করছেন বর্তমান সময়ের টিভি নাটকের দর্শক চাহিদার তুঙ্গে থাকা অপূর্ব ও মেহজাবিন চৌধুরী।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, এ নাটকের গল্পের বিষয়বস্তু একটু আলাদা। আমার গেটআপ দেখেই তা সহজে অনুমান করতে পারবে দর্শক। যারা সত্যিকার অর্থে বাংলা নাটক ভালোবাসেন। তাদের কাজটি পছন্দ হবে।
অন্যদিকে, মেহজাবিনও অপূর্বের সাথে একমত পোষণ করে বলেন, এই নাটকের গল্পের শুরু থেকেই ট্র্যাজেডি আছে। যারা দীর্ঘদিন ধরে আমার আর অপূর্ব ভাইয়ার রোমান্টিক গল্পের নাটক দেখে অভ্যস্থ, তারা নিঃসন্দেহে ভিন্ন কিছু পাবেন। আমার চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। যদিও এ ধরনের চরিত্রে আমি আগেও অভিনয় করেছি। কিন্তু এই নাটকে তা আরো একটু বেশিই চ্যালেঞ্জিং’।
সম্প্রতি রাজধানীর উত্তরায় একটি শুটিং বাড়িতে নাটকটির দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। রোমান্টিক গল্পের এ নাটকের গল্প রচনা করেছেন নির্মাতা এস আর মজুমদার নিজেই।
নির্মাতা বলেন, একটা নবদম্পতির সম্পর্কের গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কিন্তু একটি পর্যায় গিয়ে তাদের মধ্যে ক্রাইসিস শুরু হয়। এরচেয়ে বেশি এই মূহুর্তে বলতে চাচ্ছি না। দর্শক পর্দায় দেখলে বুঝতে পারবেন। দর্শকের উদ্দেশ্যে এতোটুকু বলবো যে, ‘শেষ পর্যন্ত নাটকটি দেখলে দর্শকদের চোখে হাসি লেগে থাকার সাথে সাথে তারা সুখ-দুঃখের মিশ্র একটি অনুভূতি পাবেন’।
তিনি আরও জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নাটকটি আগামী ১২ ফেব্রুয়ারি রাত ৯টায় আরটিভিতে প্রচারিত হবে। পরবর্তীতে সাউন্ডকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।
এসএস//