ফেরির তলায় ফাটল: অল্পের জন্য রক্ষা পেয়েছে তিন শতাধিক যাত্রী
- Update Time : ০৬:১৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : পদ্মা নদীর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে চলাচলকারী একটি ফেরির তলায় ফাটল দেখা দেয়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে তিন শতাধিক যাত্রী।
আজ মঙ্গলবার ২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে বাংলাবাজার ঘাট থেকে ৩৫টি যানবাহন ও তিন শতাধিক যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটের উদ্দেশে রওনা দেয় ফেরি গোলাম মাওলা। হাজরা চ্যানেলের মাগুরখন্ড স্থানে এ দূর্ঘটনার কবলে পড়ে ফেরিটি।
তলা ফেটে ফেরির অভ্যন্তরে পানি ঢুকে ফেরিটি এক পাশ কাত হয়ে যায়। তবে কোনো রকমে ফেরিটি চালিয়ে প্রায় ঘণ্টা খানেক পরে বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং শিমুলিয়া ঘাটে পৌঁছায়।
বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, দূর্ঘটনার কবলে পড়া ফেরিটিতে তিটি যাত্রীবাহী বাস, তিনটি ট্রাক ও ২৯টি ছোট ও মাঝারি আকারের যানবাহনসহ ৩৫টি গাড়ি ও তিন শতাধিক যাত্রী ছিল। তবে কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘাটে পৌঁছার পর যাত্রী ও যানবাহন অক্ষতভাবে নামিয়ে দেয়া হয়েছে।
এসএস//