অর্থ আত্মসাত মামলা বাতিলে হাইকোর্টে সাঈদীর আবেদন
- Update Time : ০৩:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক : ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাত মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী।
এই মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল এবং অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার এই আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন সাঈদীর আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।
এর আগে ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় গত ১১ জানুয়ারি অভিযোগ গঠন করে জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ ছয় জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার বিশেষ জজ আদালত।
মামলার অপর আসামিরা হলেন- ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইফার মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস। এদের মধ্যে আবুল কালাম আজাদ ও আব্দুল হক পলাতক।
ইসলামিক ফাউন্ডেশনের জাকাত তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগে ফাউন্ডেশনের তৎকালীন পরিচালক আইয়ুব আলী চৌধুরী ২০১০ সালের ২৪ মে শেরেবাংলা নগর থানায় এই মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১২ সালের ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। ওই রায়ের বিরুদ্ধে সাঈদী আপিল করলে ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টের আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেয়। সে রায়ে সাঈদীর সাজা কমে আমৃত্যু কারাদণ্ডের আদেশ আসে। পরে রিভিউ রায়েও এই সাজা বহাল থাকে।
জামায়াতের এ নেতা মুক্তিযুদ্ধকালীন
মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত। এখন তিনি সাজা ভোগ করছেন।
এসএস //