সু চিকে ছেড়ে না দিলে ব্যবস্থা নেয়া হবে: প্রেসিডেন্ট বাইডেন
- Update Time : ০১:২৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ২ Time View
সারাদেশ ডেস্ক : মমিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিষয়ে দেশটির সেনা কর্মকর্তাদের সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। অভ্যুত্থানে আটক অং সান সু চি-সহ মিয়ানমারের বেসামরিক রাজনীতিবিদদের ছেড়ে দেয়া না হলে ‘ব্যবস্থা নেয়া হবে’ বলে সতর্ক করলো বাইডেন।
সোমবার ১ ফেব্রুয়ারি সংবাদমাধ্যম পলিটিকো এ তথ্য জানায়।
প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতা নেয়ার কিছুদিনের মধ্যেই মিয়ানমারের সেনা অভ্যুত্থান তার পররাষ্ট্রনীতির জন্য ‘চ্যালেঞ্জ’ হয়ে দেখা দিয়েছে। বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে অবস্থান নেয়ার অঙ্গীকার করেছিলেন তিনি। এমনকি কমিউনিস্ট নেতৃত্বাধীন চীনের বিরুদ্ধেও এ নীতি অটল থাকবে বলে জানিয়েছিলেন তিনি।
গত কয়েক বছরে এশিয়ার দেশগুলোতে গণতন্ত্রের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা মিয়ানমারের সেনা অভ্যুত্থানের কারণে হুমকির মুখে পড়েছে। এছাড়া, মিয়ানমারকে প্রতিবেশী চীনের প্রভাবমুক্ত করার জন্যেও দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় উৎসাহ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।
এসএস//