১৮ সদস্যের টেস্ট স্কোয়াড ঘোষণা
- Update Time : ০২:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডের পর টেস্ট দলেও ফিরলেন সাকিব আল হাসান। সঙ্গে ফিরেছেন সাদমান ইসলামও। প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন কাজী নুরুল হাসান সোহান ও খালেদ আহমেদ চৌধুরী।
সাকিবের সঙ্গে রয়েছেন মিরাজ, তাইজুল ও নাঈম। এ স্পিন চতুষ্টয় ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪০ উইকেট নিয়েছিলেন।
আগামী ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে। ১১ ফেব্রুয়ারি ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হেসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন কুমার দাশ, ইয়াসির আলী চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ।
এসএস//