সারাদেশ ডেস্ক : আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠাণ্ডার মাত্রা। এ অবস্থায় কনকনে ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছে উত্তরের জনপদ কুড়িগ্রামের মানুষ। এতে করে ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন।
আাজ রোববার ৩১ জানুয়ারি সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম কৃষি আবহাওয়া অফিসের কৃষি আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার।
স্থানীয় আবহাওয়া অফিসের কৃষি আবহাওয়া পর্যবেক্ষন সুবল চন্দ্র সরকার জানায়, রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ অবস্থা আরও দুই থেকে তিন দিন পর্যন্ত চলতে পারে। গত এক সপ্তাহ ধরে দিনের বেলা কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিললেও সন্ধ্যা থেকে সকাল ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে ছিল প্রকৃতি।
এদিকে, ঠাণ্ডার মাত্রা বেড়ে যাওয়ায় সবচেয়ে বিপাকে পড়েছেন জেলার কৃষি শ্রমিকরা। বোরো চাষের ভরা মৌসুম চললেও কনকনে ঠাণ্ডায় শ্রমিকরা ঠিকমত মাঠে কাজ করতে পারছেন না। এতে ব্যাহত হয়ে পড়েছে বোরো আবাদ। কনকনে ঠাণ্ডায় গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল, হতদরিদ্র পারিবারের শিশু ও বৃদ্ধরা।
কুড়িগ্রামের রাজারহাটের বালাকান্দি গ্রামের কৃষি শ্রমিক রমজান আলী জানান, এই ঠাণ্ডায় এমনিতেই হাত-পা বাইরে রাখা মুশকিল হয়ে পড়েছে। তার ওপর পানিতে নেমে রোয়া লাগানো অসাধ্য হয়ে পড়েছে।
এসএস//
Leave a Reply