লয়েডকে টপকাতে কোহলির প্রয়োজন ১৪ রান
- Update Time : ০৭:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : ২০২০ সালে কোনো আন্তর্জাতিক সেঞ্চুরির দেখা পাননি ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার সঙ্গে অ্যাডিলেড টেস্টে তার নেতৃত্বেই ভারত ৩৬ রানে অল-আউট হয়ে দেশটির ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম রানের টেস্ট ইনিংসের লজ্জাজনক অধ্যায় রচনা করেছে। তবে ২০২১ সালের শুরুতেই ছবিটা বদলে দিতে পারেন কোহলি। তার সামনে এখন রয়েছে রেকর্ডের হাতছানি।
প্রথম সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট খেলেই দেশে ফিরে আসেন কোহলি। এরপর যথারীতি ছুটি কাটিয়ে ইংল্যান্ড সিরিজ উপলক্ষে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। এই মুহূর্তে চেন্নাইয়ের করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বায়ো-বাবলে থাকা কোহলি ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টই দারুণ এক রেকর্ড গড়তে পারেন। বছরের শুরুতেই তার সামনে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তী স্যার ক্লাইভ লয়েডকে টপকে যাওয়ার হাতছানি।
এখন পর্যন্ত অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে ৫২২০ রান সংগ্রহ করেছেন কোহলি। লয়েড ক্যাপ্টেন হিসেবে টেস্টে করেছেন ৫২৩৩ রান। সুতরাং সাবেক ক্যারিবিয়ান অধিনায়ককে টপকে যেতে কোহলির প্রয়োজন আর মাত্র ১৪ রান। ক্যাপ্টেন হিসেবে সবচেয়ে বেশি টেস্ট রান সংগ্রহকারীদের তালিকায় সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ (৮৬৫৯)। পরের দু’টি জায়গায় আছেন অ্যালান বর্ডার (৬৬২৩) ও রিকি পন্টিং (৬৫৪২)। স্যার লয়েডকে টপকে কোহলি চলে আসবেন চার নম্বরে।
এসএস//