নিজস্ব প্রতিবেদক: এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২১-২২ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ হবে আগামী ২৪ ও ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ২৮ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঢাকা বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ঢাকা বার-এর সাবেক সভাপতি ও মহানগর পিপি আব্দুল্লাহ আবু এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ জানুয়ারি এবং ১, ২ ও ৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র উত্তোলন ও জমা দেয়া যাবে৷ ৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ৭ ফেব্রুয়ারি খসড়া প্রার্থী তালিকা প্রকাশ, ৮ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার ও একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকাও ঘোষণা করা হবে।
এসএস//
Leave a Reply