শিরোনাম:
রোয়াংছড়িতে ট্রাকচাপায় এক জন নিহত
- Update Time : ০৬:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ০ Time View
জেলা প্রতিবেদক : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় ট্রাকচাপায় এক কারবারি নিহত হয়েছেন।
আজ শনিবার ৩০ জানুয়ারি ভোরে রোয়াংছড়ির তারাছা ইউনিয়নের হিমাগিরী পাড়ার বাসিন্দা নিথোয়াই উ মারমা সড়কের পাশে অবস্থান করছিলেন। এসময় একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা নিথোয়াই উ মারমাকে বান্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিথোয়াই উ মার্মা (৫০) হিমাগিরী পাড়ার মৃত মংচ প্রু মারমার ছেলে।
বান্দরবান সদর থানা পুলিশ জানান, পুলিশ ট্রাক জব্দ ও চালককে গ্রেপ্তার করেছে। নিথোয়াই উ মারমার লাশ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এসএস//