শিরোনাম:
দেশে করোনায় ৮ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু-শনাক্ত
- Update Time : ০৮:০০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়।
এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে মারা গেছেন সাতজন এবং শনাক্ত রোগীর সংখ্যা ৪৫৪ জন।
এর আগে গত বছরের ৮ মে সাতজনের মৃত্যু হয়েছিল। এছাড়া গত ১ মে ভাইরাসটি শনাক্ত হয়েছিল ৫৭১ জন এবং ২৮ এপ্রিল ৫৪৯ জনের শরীরে।
গত ২৪ ঘণ্টার মৃত্যু নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৯৪ জনে। এবং মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৪ হাজার ৪০৭ জন।
শুক্রবার ২৯ জানুয়ারি করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪১৪ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৯৬০ জন।
এসএস//