সাফল্য বয়ে আনতে, পাঁচ অভ্যেস
- Update Time : ০৬:৪১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : জীবনে সাফল্য পেতে হলে অভ্যেসের মধ্যে সামান্য রদবদল করুন৷ তাহলেই দেখবেন যেকোনও কাজেই সাফল্য পাওয়া আপনার একেবারে হাতের মুঠোয় থাকবে৷ ছোট থেকেই যদি সঠিক অভ্যেসে বড় হয়ে ওঠেন, তাহলে কিন্তু আপনি আপনার ইচ্ছে খুব সহজেই পূরণ করতে পারবেন৷
গবেষণায় দেখা গিয়েছে, কিছু ছোট ছোট সাফল্য জীবন কিভাবে বদলে দিতে পারে৷ এমনই কিছু ছোট ছোট অভ্যেসের মধ্যে রয়েছে-
১) ভোরে ঘুম থেকে উঠুন৷ এতে আপনি সারাদিনের কাজের এনার্জি পাবেন খুব চটজলদি৷ ঘুম থেকে উঠেই সারাদিন কিভাবে কখন কি কাজ করবেন সেটির একটি ছক কষে নিন৷ প্রথমে আপনার সমস্যা হলেও পরে আপনি এটার সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবেন ধীরে ধীরে৷ উল্লখ্যে, টিম কুক(অ্যাপেল সিইও), বব এলজার(ডিজনি সিইও), রিচার্ড ব্রানসন(ভার্জিন গ্রুপ) এরা প্রত্যকেই এই ধরণের লাইফস্টাইলের সঙ্গে অভ্যস্ত৷
২) প্রতিদিন কুঁড়ি মিনিট করে বই পড়ার অভ্যেস করুন৷ সকালে ঘুম থেকে উঠেই কোনও গুণী ব্যক্তির বই পড়ার অভ্যেস করুন৷ সকালে এবং রাতে শুতে যাওয়ার আগে বই পড়ার অভ্যেস করুন৷ এতে আপনার নিজের জ্ঞান বাড়বে৷ যেকোনও ধরণের বই পড়ার অভ্যেস করতে পারেন আপনি৷
৩) জীবনে কোনও একটি লক্ষ্য স্থির করুন৷ এরপর সেই লক্ষ্য স্থির করেই ধীরে ধীরে এগিয়ে যান৷ আপনার জীবনের লক্ষ্য যা তা সম্পর্কিত পাঁচটি জিনিসের নাম লিখুন৷ সেই জিনিসগুলি পূরণ করার চেষ্টা করুন সারাদিনে৷ এরপর রাতে ঘুমানোর আগে ফের খাতায় লিখুন কোন কোন কাজগুলি আপনি করতে পারলেন না সেদিন৷ সেগুলি ফের খাতায় নথিভুক্ত করুন৷
৪) জীবনে কোনও লক্ষ্য পূরণ করতে বেশ কিছু প্রতিজ্ঞা নিতে হয় আমাদের৷ সেই সমস্ত প্রতিজ্ঞাগুলি গ্রহণ করার পাশাপাশি পূরণ করার চেষ্টা করুন৷
৫) জীবনে কখনও একা কেউ সাফল্য পেতে পারে না৷ সবাইকে নিয়েই চলতে হয়৷ উদাহরণ হিসেবে প্রথমেই বলা যায়, মা বাবার কথা৷ মা বাবা আমাদের খুশি এবং কেরিয়ারের কথা ভেবে অনেক ত্যাগ করেছে৷ তাই এদের সকলকে সম্মান দিয়ে, সকলের সঙ্গে মিলেমিশে এগিয়ে চলুন৷ তাহলেই আপনি সাফল্যের শীর্ষে উঠতে পারবেন৷
এসএস//