বাম্পার ফলনেও হতাশ স্কোয়াশ চাষিরা
- Update Time : ০৩:৪৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১ Time View
জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কোয়াশ চাষের বাম্পার ফলন হয়েছে । কিন্ত এতো ভালো ফলন হওয়ার পরেও হতাশ স্কোয়াশ চাষিরা। আবহাওয়া ভালো থাকায় সবজির উৎপাদনও বেশ ভালো। কিন্তু বেশি উৎপাদনের কারণে বাজার দর কম হওয়ায় চাষিরা শঙ্কিত।
তারা বলছেন- এমনিতেই নতুন এই সবজিটির সঙ্গে গ্রামের মানুষের তেমন পরিচয় নেই, আবার বেশি উৎপাদন হওয়ায় বাজারেও ভালো দাম পাওয়া যাচ্ছেনা।
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় স্কোয়াশ চাষ করে প্রথমবারেই হতাশ তরুণ কৃষক হাসানুল হক। লেখাপড়ার পাশাপাশি তিনি এবছর দেড় বিঘা জমিতে স্কোয়াশ চাষ করেছেন।
হাসানুল হক জানান, ইন্টারনেটে স্কোয়াশের চাষবাদ দেখে তিনি চাষ শুরু করেছিলেন। দেড় বিঘা জমিতে তার আড়াই হাজারের মতো স্কোয়াশ গাছ রয়েছে। ফলনও বেশ ভালো হয়েছে। প্রতিটি গাছেই ৪-৫টা করে স্কোয়াশ ধরেছে।
তিনি বলেন, স্কোয়াশ খুবই দ্রুত সময়ের ফসল। বীজ রোপণের ৫৫ দিনেই ফল পেয়েছি। জমি বর্গা, সেচ, জমি প্রস্তুতি, লেবার সবকিছু মিলিয়ে মোট ৩০ হাজার টাকার মতো খরচ হয়েছে। ভালো দাম হলে প্রায় ৭০-৮০ হাজার টাকার মতো বিক্রি হতো। তবে এবার যে দাম, লাভ তো দূরের কথা খরচও উঠবে না। এত ফলন হলে কি হবে, দাম নাই।
তিনি বলেন, একমাত্র বাজারে স্কোয়াশের দাম না থাকার কারণে চাষিদের লোকসান হচ্ছে। তাছাড়া এবার স্কোয়াশ খুবই ভালো হয়েছে। রোগবালাই কম, আবহাওয়াও বেশ ভালো ছিলো। দাম ভালো হলে স্কোয়াশ চাষ খুবই লাভজনক হতো।
উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, স্কোয়াশ একটি বিদেশি সবজি। তবে আমাদের অঞ্চলের আবহাওয়া স্কোয়াশ চাষের উপযোগী। আমরা এই নতুন সবজি চাষ সম্প্রসারণের চেষ্টা করছি।
এসএস//