চসিক নির্বাচনে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আটক
- Update Time : ০৫:৩১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ০ Time View
চট্টগ্রাম প্রতিনিধি : চট্রগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোট কেন্দ্রে মারামারি ও সহিংসতার ঘটনায় নগরীর কোতোয়ালী থানার ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা ও প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালীকে আটক করেছে পুলিশ।
কয়েকটি কেন্দ্রে মারামারির ঘটনার পর বুধবার ২৭ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ইসমাইল বালীকে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ১৬ ফেব্রুয়ারি চসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। ওই তফসিল অনুসারে ২৯ মার্চ নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে দেশে করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে ভোটগ্রহণের আট দিন আগে ২১ মার্চ তা স্থগিত করা হয়। এরপর গত ১৪ ডিসেম্বর চসিক সিটি নির্বাচনের ভোটগ্রহণের জন্য আজ ২৭ জানুয়ারি দিন নির্ধারণ করে ইসি।
প্রাণহানি ও সহিংসতায় আজ ভোটগ্রহণ শেষ হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফলাফল জানা যায়নি।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী (নৌকা), বিএনপির শাহাদাত হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের জান্নাতুল ইসলাম (হাতপাখা), এনপিপির আবদুল মঞ্জুর (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এমএ মতিন (মোমবাতি), ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার) এবং স্বতন্ত্র খোকন চৌধুরী (হাতি) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ৪১ সাধারণ ওয়ার্ডে ১৭২ কাউন্সিলর প্রার্থী এবং ১৪ সংরক্ষিত আসনে ৫৭ নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসএস//