হাজী সেলিম পূত্র ইরফান সেলিমের জামিন প্রশ্নে হাইকোর্টের রুল
- Update Time : ০৪:৫১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সুপ্রিমকোর্ট প্রতিবেদক: একটি মামলায় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ইরফান সেলিমের জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
জামিন আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ ২৭ জানুয়ারি বুধবার এ আদেশ দেন।
ডেপুটি এটর্নি জেনারেল মো. বশির উল্লাহ সারাদেশ’কে আদালতের আদেশের বিষয়টি জানান। তিনি বলেন, এই মামলায় ইরফান সেলিমকে কেন জামিন দেয়া হবে না-রুলে সংশ্লিষ্টদের কাছে তা জানতে চাওয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল মো. বশির উল্লাহ।
তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে গত ২৫ অক্টোবর রাতে নৌবাহিনীর কর্মকর্তা ওয়াসিফ আহমেদ খানকে মারধর করা হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে ঘটনাটি ঘটে। মারধরের দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এ ঘটনায় সংশ্লিষ্টতার জন্য ইরফান সেলিমসহ সাতজনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করা হয়। এ মামলায় গত ২৭ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালত জামিন আবেদন নাকচ করলে হাইকোর্টে জামিন আবেদন করেন ইফরান।
এসএস//