জ্যাকুলিনের হলিউড যাত্রা
- Update Time : ০৭:০০:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ০ Time View
বিনোদন ডেস্ক : বলিউডের পর এবার হলিউডে যাত্রা শুরু করছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবির নাম ‘উইমেনস স্টোরিস’।
ছয়টি পর্বে গাঁথা ছবিটি কয়েকজন নারী পরিচালক তৈরি করবেন। এই ছবিতে অভিনয়শিল্পীরাও থাকবেন প্রায় সবাই নারী।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, জ্যাকুলিনকে যে পর্বে দেখা যাবে সেটি পরিচালনা করবেন লীনা যাদব। ‘পার্চড’, ‘শব্দ’, ‘তিন পাত্তি’, ‘রাজমা চাওয়াল’ ছবিগুলো তৈরি করেছেন তিনি।
ছবিটির অন্য পরিচালকেরা হলেন মারিয়া সোল তোনাজ্জি, লুসিয়া পুয়েঞ্জো ও ক্যাথরিন হার্ডউইক। বিভিন্ন কর্মজীবী নারীর জীবনযাপন তুলে আনা হবে ছবিটিতে। জ্যাকুলিন ফার্নান্দেজ ছাড়াও অভিনয় করবেন কারা ডেলেভিঞ্জ, এভা লঙ্গরিয়া, মারগারিতা বাই, মার্সিয়া গে হার্ডেন ও লিনোর ভ্যারেলা।
দৃশ্য ধারণ করা হবে ইতালি, ভারত ও যুক্তরাষ্ট্রে। প্রিয়াঙ্কা, দীপিকাদের পর হলিউডে জ্যাকুলিন ফার্নান্দেজের নাম আসায় উচ্ছ্বসিত তার ভক্তরা।
এ ছাড়াও জ্যাকুলিনের হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। এগুলো হল ‘অ্যাটাক’, ‘ভূত পুলিশ’, ‘সার্কাস’ ও ‘বচ্চন পান্ডে’ ছবি।
এসএস//