চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন: লালখানবাজারে ধাওয়া-পাল্টাধাওয়া
- Update Time : ১২:৪৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১
- / ১ Time View
বিশেষ প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলকালে নগরীর লালখান বাজার চানমারি রোডের শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এতে শহীদুল ইসলাম শহীদ নামের এক যুবক আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার ২৭ জানুয়ারি সকাল পৌনে ৯টা থেকে নগরীর লালখান বাজার চানমারি রোডের শহীদ নগর সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এসময় শহীদুল ইসলাম শহীদ নামের এক যুবক আহত হন। তিনি কাউন্সিলর প্রার্থী আবুল হাসনাত বেলালের সমর্থক বলে জানা গেছে।
হামলায় উভয় পক্ষ হকিস্টিক, লাঠি ব্যবহার করে। এছাড়া এলোপাতাড়ি কাচের বোতল, ইটপাটকেল ছোড়া হয়। পরে বিজিবি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পুলিশ লাইন কেন্দ্রেও গোলযোগের খবর পাওয়া গেছে।
এসএস//