এবার অমর একুশে বইমেলা ১৮ মার্চ থেকে
- Update Time : ১২:৩২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১ Time View
নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা নিশে কেটে গেলো সব শঙ্কা৷ শারীরিক উপস্থিতিতে আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে অমর একুশে বইমেলা৷
তবে এবারের মেলা কত দিনব্যাপী হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি৷
সোমবার ২৫ জানুয়ারি এ তথ্য নিশ্চিত করেন মেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী৷ তিনি জানান, আগামী ১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা শুরু হবে৷ তবে, কবে মেলা শেষ হবে সে বিষয়ে আমরা প্রকাশকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবো৷
তিনি বলেন, আমাদের ইচ্ছা ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ পর্যন্ত বইমেলা আয়োজন করার। তবে সে সময় রমজান মাস শুরু হয়ে যাবে৷ সুতরাং আপত্তি উঠলে রমজান মাস শুরুর আগে মেলা শেষ করবো৷
প্রথা অনুযায়ী, প্রতি বছরের পহেলা ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী অমর একুশে বইমেলা আয়োজিত হয়৷
চলতি বছর বৈশ্বিক মহামারি করোনার জনিত উদ্ভূত পরিস্থিতির কারণে পহেলা ফেব্রুয়ারি থেকে মেলা শুরু হবে না বলে আগেই জানিয়েছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী৷
এর আগে গত ১০ ডিসেম্বর বইমেলার আয়োজক প্রতিষ্ঠান বাংলা একাডেমির নির্বাহী পরিষদের বৈঠকে ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।
বাংলা একাডেমির এ সিদ্ধান্তকে ‘একতরফা’ ও ‘স্বেচ্ছাচারী’ বলে গণমাধ্যমে বিবৃতি দেন প্রকাশকরা। ১৩ ডিসেম্বর সকালে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর সঙ্গে বৈঠকে বসেন প্রকাশকদের দুই সমিতি-বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নেতারা। বৈঠকে সিদ্ধান্ত হয় যে, ভার্চ্যুয়ালি নয়,শারীরিক উপস্থিতিতেই আয়োজিত হবে ২০২১ সালের অমর একুশে গ্রন্থমেলা। তবে প্রথা অনুযায়ী, পহেলা ফেব্রুয়ারি থেকে এবারের বইমেলা শুরু হচ্ছে না। আজ বইমেলা শুরুর তারিখ জানা গেলো।
এসএস//