দরপতন পুঁজিবাজারে
- Update Time : ০৬:৪২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশা ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার ২৬ জানুয়ারি সূচকের পতন হয়েছে। এদিন অধিকাংশ কোম্পানির শেয়ার দরের পতন হয়েছে। কমেছে লেনদেনও।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯৪ পয়েন্ট কমে ৫ হাজার ৬৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১৬২ পয়েন্টে এবং শরিয়া সূচক ১৭ পয়েন্ট কমে ১ হাজার ২৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১২৫ কোটি ৪৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ টাকা। ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭টির, কমেছে ২৫৫টির এবং অপরিবর্তিত আছে ৭৫টির।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৯৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৭৮ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১৭৯ পয়েন্ট কমে ১০ হাজার ৮ পয়েন্টে এবং সিএসই ৫০ সূচক ২২ পয়েন্ট কমে ১ হাজার ২৬৪ পয়েন্টে অবস্হান করছে। সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২২টির, কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত আছে ৫০টির। সিএসইতে লেনদেন হয়েছে ৬৬ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার।
এসএস//