চসিক নির্বাচনে ১৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন
- Update Time : ০১:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নগরীর মাঠে থাকছে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবির ১৫ হাজার সদস্য।
মঙ্গলবার সকালে চসিকের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান, আগামীকাল বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট চলবে। এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে নগরীর মাঠে থাকছে র্যাব, পুলিশ, আনসার ও বিজিবির ১৫ হাজার সদস্য।
আগামীকাল ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন।
এর আগে সোমবার সন্ধ্যা থেকেই নগরীর বিভিন্ন স্থানে খোলা ট্রাকে করে সশস্ত্র বিজিবি সদস্যরা টহল দিয়েছেন।
মূলত আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর ও বিদ্রোহী প্রার্থীদের দ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। ভোটের দিন কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় আছেন ভোটার ও প্রার্থীরা বলে জানা গেছে।
চসিক নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী ৭ জন। কাউন্সিলর প্রার্থী ২২৫ জন। এবার ভোটার ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন।
এসএস//