শিরোনাম:
আইফোন ব্যবহারকারীদের অ্যাপেলের সতর্কবার্তা
- Update Time : ০৫:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা জারি করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, স্মার্টফোন মেডিক্যাল ডিভাইসে ‘বিপত্তি’ ঘটাতে পারে, যার মধ্যে পেসমেকারও আছে।
অ্যাপলের নির্দেশনায় বলা হয়েছে, আপনার শরীরে যদি পেসমেকার থাকে, তাহলে আইফোন ১২ দূরে রাখুন। খবর সিএনএন।
শনিবার প্রতিষ্ঠানটির হালনাগাদ করা নথিতে, আইফোন ১২ এবং ম্যাগসেফ অ্যাকসেসরিজ’কে ‘পেসমেকার, ডিফিব্রিলেটর এবং অন্যান্য এরকম সংযুক্তি’ থেকে দূরে রাখতে বলা হয়েছে। সেখানে বলা হয়েছে, বেতার তরঙ্গ বা চৌম্বকীয় ক্ষেত্রে এসব প্রভাব প্রভাব রাখতে পারে।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের ব্যবহারকারীদের পরামর্শ দেয়া হয়েছে যে, তারা যেন তাদের আইফোন অন্তত ৬ ইঞ্চির বেশি দূরত্বে রাখে এবং ওয়্যারলেস চার্জিংয়ের সময় ন্যূনতম এক ফিট দূরত্বে রাখে।
এসএস//