সারাদেশ ডেস্ক : সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির জন্য বিভিন্ন কোটা পূরণে দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশের লক্ষ্যে ২৬ জানুয়ারি ফের লটারি করা হবে।
আজ মঙ্গলবার ২৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের কারণে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ভর্তির জন্য গত ১১ জানুয়ারি ডিজিটাল লটারি হয়। লটারির ফল অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে। প্রথম অপেক্ষমান তালিকা থেকেও ছাত্রছাত্রী ভর্তি করা হয়েছে।
ভর্তি নীতিমালা অনুযায়ী বিভিন্ন কোটা পূরণের লক্ষ্যে দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রকাশের জন্য আগামী ২৬ ফেব্রুয়ারি ডিজিটাল লটারি হবে। এ লটারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফেসবুক পেজে সরাসরি দেখা যাবে।
দ্বিতীয় অপেক্ষমান তালিকার জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল নিজ নিজ আইডি ও পাসওয়ার্ড দিয়ে সংগ্রহ করে ২৮ জানুয়ারির মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে।
এসএস//
Leave a Reply