শিরোনাম:
‘বিশ্ব থেকে করোনা নির্মূল হতে আরও ৪-৫ বছর লাগতে পারে’
- Update Time : ০২:৫৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বিশ্ব থেকে নির্মূল হতে আরও চার থেকে পাঁচ বছর সময় লাগতে পারে। সিঙ্গাপুরের একজন সিনিয়র মন্ত্রী এই সতর্কবার্তা দিয়েছেন।
সোমবার এক সম্মেলনে দেশটির শিক্ষামন্ত্রী লরেন্স ওং বলেন, এখনো অনেক অনিশ্চিয়তা রয়েছে কয়েক বছরের মধ্যে এই ভাইরাসের নির্মূল নিয়ে।
লরেন্স আরও বলেছেন, আগামী বছরগুলোতে করোনার কারণে কেমন সমাজব্যবস্থা হতে পারে এনিয়ে এখনো বৃহৎ অনিশ্চয়তা আছে।
সম্মেলনের এই শিক্ষামন্ত্রী বলেছেন, করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ভ্রমণ আবার শুরু হয়েছে, কিন্তু বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচি এতো তাড়াতারি বা সহজে শেষ হবে না।
এসএস//