তামিমের হাফসেঞ্চুরি
- Update Time : ০১:৪৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১ Time View
স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই সিরিজের শিরোপা নিশ্চিত করেছে বাংলাদেশ দল। শেষ ম্যাচ নিয়ম রক্ষার বলা হলেও গুরুত্ব কমেনি একটুও।
আইসিসি ওয়ানডে সুপার লিগের সব ম্যাচই গুরুত্বপূর্ণ।
সোমবার সিরিজ থেকে পূর্ণ ৩০ পয়েন্ট নিতে মাঠে নেমেছে তামিম বাহিনী।
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন মোহাম্মদ। আর ব্যাটিংয়ে নেমে শুরুতেই ওপেনার লিটনকে হারায় বাংলাদেশ। রানের খাতাই খুলতে পারেননি লিটন।
ইনিংস শুরুর প্রথম ওভারেই ক্যারিবীয় শিবিরে সাফল্য এনে দেন ডানহাতি ক্যারিবীয় পেসার আলজারি জোসেফ। তার প্রথম ওভারের পঞ্চম বলে আউট হন ওপেনার লিটন দাস।
লিটনের পর অধিনায়ক তামিমকে সঙ্গ দিতে মাঠে নামেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটিংয়ে নেমেই দুটি বাউন্ডারি হাঁকিয়ে উইন্ডিজ বোলিং ডিপার্টমেন্টে কাঁপন ধরালেও ইনিংস বড় করতে পারেননি।
লিটনের মতো শান্তকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ক্যারিবীয় বোলাররা। অলরাউন্ডার কাইল মায়েসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন শান্ত।
সাজঘরে ফিরে যাওয়ার আগে ৩০ বলে ২০ রান করেছেন শান্ত।
শান্ত সাজঘরে ফিরে যাওয়ার পর ব্যাট হাতে নামেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্রুত ২ উইকেট পড়ে যাওয়ায় দেখেশুনে ব্যাট করছেন তিনি।
এরই মধ্যে দুটি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। তবে ধীর গতিতে ব্যাট করছেন তিনি। ৫০ বলে ৩৩ রান জমা করেছেন ইতিমধ্যে।
তবে ওপর প্রান্তে সেট হয়ে যাওয়ার পর রানের চাকা সচল রেখেছেন অধিনায়ক তামিম। মাত্র ২ বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকালেও সিঙ্গেলস-ডাবলসে দলের পুঁজি বাড়াচ্ছেন। ইতিমধ্যে ৭০ বলে ৭১.৪৩ স্ট্রাইকরেটে অর্ধশতক করে ফেলেছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন সাকিব।
জেসন মোহাম্মেদের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূরণ করেন তামিম ইকবাল। ওয়ানডেতে বাঁহাতি এই ওপেনারের ৪৯তম ফিফটি।
প্রথম ২৯ বলে ২৮ রান করা তামিম কিছুটা গুটিয়ে নেন নিজেকে। পরের ২২ রান আসে ৪১ বলে।
৭০ বলে পঞ্চাশ স্পর্শ করার পর মোহাম্মেদকে ছক্কায় ওড়ান বাংলাদেশ অধিনায়ক। ইনিংসে স্বাগতিকদের প্রথম ছক্কা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার খেলা হয়ে গেছে। এখন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১১৯ রান। ওপেনার তামিম ৭৩ বলে ৫৭ রান ও সাকিব ৫০ বলে ৩৩ রানে অপরাজিত রয়েছেন।
এসএস//