সারাদেশ ডেস্ক : রাজধানীসহ সারাদেশে ঘন কুয়াশা আরও ৩ দিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজ রোববার ২৪ জানুয়ারি আবহাওয়া অধিদপ্তরের দেয়া সর্বশেষ পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী দুই থেকে তিনদিন ঢাকায় মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকবে। এ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে দুই দফায় শৈত্যপ্রবাহ বয়ে গেছে। আগামী তিনদিন দেশের কোথাও শৈত্যপ্রবাহ থাকবে না। তাপমাত্রা প্রায় একই থাকবে। এরপর ২৭ জানুয়ারি থেকে আবার তাপমাত্রা কমতে পারে। তখন আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।
এদিকে, আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এসএস//
Leave a Reply