আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
- Update Time : ০১:৩৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১ Time View
সারাদেশ ডেস্ক : আজ ২৪ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার কবর জিয়ারত করে বিএনপির নেতারা। এছাড়াও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় ঘরোয়া পরিবেশে দোয়া করা হবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সকাল ১০টায় বনানী কবর স্থানে কবর জিয়ারত করেছেন। এছাড়া বাদ আসর গুলশান চেয়ারপারসনের অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এ ছাড়া কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল সোমবার দুপুর ২ টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের নীচ তলায় দোয়া ও স্মরণ সভা হবে। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিাত থাকবেন। ২০১৫ সালের ২৪ জানুয়ারি বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার দিকে কুয়ালালামপুরে মারা যান আরাফাত রহমান কোকো। হার্ট অ্যাটাক হওয়ার পর কুয়ালালামপুরের স্থানীয় বিএনপি নেতারা দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে তিনি পথেই মারা যান। পরদিন তার মরদেহ বাংলাদেশে আনা হয়।
এমএইচবি/এসএস//