শিরোনাম:
সোনম কাপুরের ঔজ্জ্বলতার রহস্য
- Update Time : ০৪:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ১ Time View
বিনোদন ডেস্ক : সোনম কাপুর নিজের একটি ভিডিয়ো ইনস্টাগ্রামে শেয়ার করলেন। তাতে দেখা যাচ্ছে শ্যুটে যাওয়ার আগে তৈরি হচ্ছেন তিনি। বিবরণে লিখেছেন, ‘কোনও মেক আপ নেই, ঘুমের অভাবেই এমন ঔজ্জ্বল্য পেয়েছি’।
আপাতত স্কটল্যান্ডের গ্লাসগোতে সোম মখিজার ‘ব্লাইন্ড’ছবির শ্যুট করছেন অভিনেত্রী। ছবিতে এক অন্ধ পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে সোনমকে। এক সিরিয়াল কিলারকে কী ভাবে পাকড়াও করবে সোনমের চরিত্র, সেই গল্পই বলবে এই ক্রাইম থ্রিলার।
২০১৮ সালে ‘জোয়া ফ্যাক্টর’ ছবির পর দীর্ঘদিন বড় পর্দায় দেখা যায়নি সোনমকে। বছর তিনেক পর এই ছবির মাধ্যমে কামব্যাক করতে চলেছেন সোনম। মাঝে মধ্যেই ছবির ‘বিহাইন্ড দ্য সিন’-এর বিভিন্ন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী। কিছুদিন আগে পরিচালক সোম মখিজার সঙ্গে একটি দৃশ্যের মহড়ার ছবিও পোস্ট করেছিলেন অনিল-কন্যা।
এসএস//