শিরোনাম:
কমলাপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
- Update Time : ০৩:১৭:০২ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ০ Time View
সারাদেশ ডেস্ক : ঢাকার কমলাপুরে একটি পোশাক কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস তা নিয়ন্ত্রণে এনেছে।
রবিবার সকাল সাড়ে ৭টার দিকে বিআরটিসি বাস টার্মিনালের কাছে ‘ওলিও অ্যাপারেলস’নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসাইন জানান।
তিনি বলেন, ওলিও কারখানার ষষ্ঠ তলায় টিনশেড ঘর তোলা হয়েছে, আগুন সেখানেই লেগেছিল
তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি এরশাদ।
মতিঝিল থানায় পরিদর্শক মো. রফিকুল ইসলাম বলেন, ওই ফ্লোরে কারখানার বাতিল কাপড় রাখা হত।
সকালে শ্রমিকরা কারখানায় আসতে শুরু করেন। তখন উপরে ধোঁয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
এসএস//