শিরোনাম:
আলীকদমে বন্যহাতির আক্রমণে ২ কিশোরের মৃত্যু
- Update Time : ০১:০৩:১১ অপরাহ্ন, রবিবার, ২৪ জানুয়ারী ২০২১
- / ০ Time View
বান্দরবান প্রতিবেদক : জেলার আলীকদম উপজেলায় বন্যহাতির আক্রমণে দুই কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ২৪ জানুয়ারি মধ্যরাতে উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-মনসুর আলম (১৭), হুমায়ুন কবীর (১৪)। তারা উপজেলার রেপারপাড়া কোনা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রেপারপাড়া এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ফসলি জমি ও কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করেছে। এ সময় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান একজন। স্থানীয় হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
আলীকদম থানার ওসি রকিব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যহাতির আক্রমণে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
এসএস//